সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

জোর করে আমায় কিস করতে চেয়েছিল: মেইরা ওমর

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৯ জুন ২০১৯ রোববার

মিটু বিতর্কে প্রতিদিনই বিভিন্ন অভিনেত্রী মুখ খুলেছেন। এবার মিটু বিতর্কে মুখ খুললেন মডেল-অভিনেত্রী মেইরা ওমর। অভিনেত্রী তাঁর অভিযোগের তির কেওয়াইএএল এন্টারটেনমেন্টের প্রতিষ্ঠাতা অর্নিবাণ ব্লাহ্‌র দিকে।

মেইরার অভিযোগ, তাঁকে অডিশনের জন্য দেখা করতে বলেছিলেন অর্নিবাণ। সেখানে জোর করে তাঁকে চুম্বন করার চেষ্টা করেন অর্নিবাণ। ‘‘এসব না করলে, এখানে থাকতে পারবেন না, ব্যাগ গুছিয়ে বাড়ি যান।’’ এমনটাই নাকি মেইরাকে বলেছিলেন অর্নিবাণ।

পরে সেখান থেকে কোনও রকমে বাড়ি ফিরে যান মেইরা। কিন্তু এর পরেও একাধিক বার অর্নিবাণ তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন মেইরা। তবে একমাত্র মেইরা নন, আরও অনেক অভিনেত্রীই অর্নিবাণের বিরুদ্ধে মুখ খুলেছেন।