শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

মোস্তাফিজের পর তাইজুলের ধাক্কা

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

পঞ্চম দিনের উইকেটে স্পিনারদেরই ভরসা মানছে বাংলাদেশ। কাল জিম্বাবুয়ের ২ উইকেট তুলে নিয়ে প্রাথমিক আয়োজনটাও সেরে রেখেছিলেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে আজ দিনের শুরুতে জিম্বাবুয়েকে প্রথম ধাক্কাটা দিয়েছে পেস আক্রমণ। মোস্তাফিজুর রহমানের বলে প্লেইড অন হয়েছেন শন উইলিয়ামস। ১০০ পেরোনোর আগেই তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে।

মোস্তাফিজের দেওয়া সে ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে জিম্বাবুয়ে। স্পিনের বিপক্ষে নড়বড়ে সিকান্দার রাজাকে নিয়েই ইনিংস মেরামতে নেমেছিলেন ব্রেন্ডন টেলর। এর মাঝেই অবশ্য খালেদ আহমেদের বলে এলবিডব্লু চেয়ে একটি রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। তবে এ নিয়ে হতাশা বাড়ার আগেই তাইজুলের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন রাজা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১২৫ রান। টেলর অপরাজিত ২৫ রানে। পিটার মুরের সংগ্রহ ৪।