জাপার মনোনয়ন চান লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী
কক্সবাজার সৈকত
প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৫ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

জাতীয় পার্টির মনোনয়ন চাইলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়কার আলোচিত ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এর দুদিন আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেন। তবে বুধবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের অফিস থেকে মাসুদ উদ্দিনের ভাতিজা আবদুল্লাহ আল মিজান ফেনী-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এদিকে বিকেলে চতুর্থ দিনের মত মনোনয়নপত্র বিক্রি পরিদর্শনে আসেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অফিসের দিকে তাকালেই বোঝা যায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন শুরু হয়েছে।
তিনি আরো বলেন, দেশের মানুষও এমন উৎসবমুখর নির্বাচন চায়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির প্রত্যাশা। তিনশ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে জাতীয় পার্টির। তবে মহাজোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।
আসন বণ্টন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাওলাদার বলেন, নির্বাচনে জয়যুক্ত হতে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাড় দিতে হবে সবাইকেই। একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টির ঐক্য সুসংহত আছে, কোনো ষড়যন্ত্রই জাতীয় পার্টিতে বিভেদ সৃষ্টিতে সফল হবে না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি বিএনপি নির্বাচনে এসে তাদের জাতীয় দায়িত্ব পালন করবে। তবে সব দল নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে, মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সবার আন্তরিকতা এবং একটি ধারাবাহিক প্রক্রিয়ায় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোঃ খালেদ আখতার, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ামর্যান নুরুল ইসলাম নুরু উপস্থিত ছিলেন।
লেফটেনেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ ছাড়াও বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী ঢাকা-১১, মেজর (অব.) খালেদ আখতার লালমনিরহাট-০১, ইয়াহ ইয়াহ চৌধুরী সিলেট ০২-০৩ থেকে দলীয় মনোনয়নপত্র তোলেন।
এছাড়া আলহাজ্জ আবুল কাশেম, রিন্টু আনোয়ার, ইকবাল হোসেন রাজু, নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, একেএম মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকেই জাপার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে বুধবার জাপার ৪৩২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ নিয়ে চারদিনে সর্বমোট ২৪১৮টি মনোনয়নপত্র বিতরণ করলো সংসদে বিরোধী দল জাপা।