শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হতে পারেন মরগান!

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

একে তো পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে ইংল্যান্ড। তার ওপর মরার ওপর ঘা হয়ে দেখা দিচ্ছে স্লো ওভার রেটের খড়গ। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ না করতে পারায় দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। 

পাকিস্তানের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট বেশি খরচ করেছেন ইংলিশ অধিনায়ক। এর আগে গত মে মাসেও পাকিস্তানের বিপক্ষেই স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মরগান। 

ইয়ন মরগান সত্যিই যদি নিষেধাজ্ঞার মুখে পড়েন তার অর্থ হলো এই যে, বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে থাকবেন না তিনি। যদিও আইসিসির পক্ষ থেকে এমনও এই ধরনের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। 

রোববার পাকিস্তানের বিপক্ষে ১৪ রানে হেরেছে ইংল্যান্ড। ব্যাট করে ৮ উইকেটে  চলতি আসরের সর্বোচ্চ ৩৪৮ রান তোলে পাকিস্তান। জবাবে জো রুট (১০৭) এবং জস বাটলারের (১০৩) সেঞ্চুরিতেও জিততে পারেনি ইংল্যান্ড।