টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২ জুন ২০১৯ রোববার

চোট শঙ্কা আছে দু'দলেই। চোটের সঙ্গে মানিয়ে খেলবেনও দুই দলের কিছু মূল ক্রিকেটার। বিশ্বকাপের শুরুর দিকগুলোতে টস খুব গুরুত্বপূর্ণ। ওভালের আকাশে রোদ খেলা করলেও বেশ বাতাস আছে। আছে মেঘ ওঠার সম্ভাবনা। টস জিতে তাই ফিল্ডিং নিতে ভাবতে হয়নি দক্ষিণ আফ্রিকার। টস হার একটা ধাক্কা হয়ে এলো টাইগারদের জন্য।
বাংলাদেশের শুরুর ম্যাচেই ইনজুরি শঙ্কায় থাকা তামিম খেলছেন। একাদশে আছেন পিঠের ইনজুরিতে থাকা সাইফউদ্দিনও। তবে সাব্বির রহমানের জায়গা হয়নি একাদশে। তার জায়গায় দলে আছেন মোসাদ্দেক। দক্ষিণ আফ্রিকা দলে নেই হাশিম আমলা। ডেভিড মিলারকে ফেরানো হয়েছে এ ম্যাচে। প্রিটিরিয়াসের জায়গায় খেলছেন ক্রিস মরিস।
রেকর্ড-মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছে দু'দলের কিছু খেলোয়াড়। সাকিব আছেন পাঁচ হাজারের সঙ্গে দ্রুততম ২৫০ উইকেটের সামনে। সব ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের সামনে তিনি। ইমরান তাহির আছেন একশ' ওয়ানডের মাইলফলকের সামনে। চোটে থাকা আমলা দ্রুততম আট হাজার রানের পথে ছুটছেন।
তবে ব্যক্তিগত ওসব কীর্তি ছাড়িয়ে দু'দল জয় পেতে মুখিয়ে আছে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারা দক্ষিণ আফ্রিকার জয় ভিন্ন কিছু ভাবার নেই। বাংলাদেশ টাইগাররা তাদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায়। টাইগাররা খেলতে প্রস্তুত বলে শনিবারই জানিয়েছেন অধিনায়ক মাশরাফি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রেসি ভ্যান ডার ডোসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।