কি আছে দেবিদ্বার বিএনপির নেতা কর্মীদের ভাগ্যে
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়েছে।
এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল রোববার দিন রাখা হয়েছে।
এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ গত বৃহস্পতিবার আদেশের এই দিন ধার্য করেন। রোববারে কার্যতালিকা আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।
ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন।
২১ জানুয়ারি কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেন।
এ বিষয়ে কুমিল্লা - ৪ আসনের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে চাপা ক্ষোভ বিরাজ করছে। নেতা কর্মীরা জানিয়েছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক এমপি মনজুরুল আহসান মুন্সির এমন পরিস্থিতিতে তার রাজনৈতিক দূরদর্শীতার অভাব এবং জবাব দিহিতার অভাব রয়েছে। তারা আশংকা পোষণ করে বলেন, যদি রিট আবেদনে তাঁর প্রার্থীতা ফিরে পাওয়া না যায় তা হলে বিএনপির প্রায় ৪ লক্ষ নেতা কর্মীরা দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পাওয়ার পরও তারা তাদের পছন্দ মত দলীয় প্রার্থীকে তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত হবেন। যা কারোই কাম্য নয়। এর জন্য সকল দায় দায়িত্ব মঞ্জু মুন্সী কে ই বহন করতে হবে। এমন পরিস্থিতিতে এলাকার সর্বস্তরের নেতাকর্মীরা আশাবাদী হলেও মঞ্জু মুন্সীর এমন দয়িত্বহীন কর্ম কান্ডের জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।।
