পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত ৪৭
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একযোগে ১২টি স্থানে সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানায়, অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনী ৩৭ সন্ত্রাসীকে হত্যা করেছে।
শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিটি নিউজ জানিয়েছে, হামলার সঙ্গে ভারতের সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা জড়িত ছিল। তবে নিরাপত্তা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে সব হামলা ব্যর্থ করা সম্ভব হয়েছে।
রেডিও পাকিস্তান জানায়, প্রদেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযান ও সংঘর্ষ এখনও চলছে। এই ঘটনায় আরও কয়েকজন সন্ত্রাসীর হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৪৮ ঘণ্টায় বেলুচিস্তানে মোট ৮৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। বিশেষ করে বৃহস্পতিবার হারনাই ও পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে অন্তত ৪১ জন সন্ত্রাসী মারা গেছেন।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ও গণমাধ্যম বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, গত দুই দিনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৭০-এর বেশি সন্ত্রাসী নিহত হওয়ার পরপরই এই হামলা সংঘটিত হয়।
হামলার পর কুয়েটা, সিবি ও চামান শহরে মোবাইল সেবা চালু থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। প্রাদেশিক পরিকল্পনামন্ত্রী মীর জহুর আহমেদ বুলেদি বলেন, এই সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীরা বেলুচিস্তানকে জিম্মি করতে পারবে না এবং জনগণের সমর্থনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে।”
