তিতাসে নির্বাচনি আচরণবিধি মনিটরিং এ মাঠে নেমেছেন উপজেলা এক্সিকিউট
তিতাস কুমিল্লা থেকে শেখ ফরিদ উদ্দিন
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে কুমিল্লার তিতাস উপজেলায় শুক্রবার (৩০শে জানুয়ারি) থেকে মাঠে নেমেছেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় কুমিল্লা-২ আসনের তিতাস উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপেজলার বাতাকান্দি বাজার, কড়িকান্দি বাজার, গাজিপুর ও জিয়ারকান্দি এলাকা পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধে ভোটগ্রহণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
