শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মির্জা আব্বাসের

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কিছু নতুন রাজনৈতিক নেতা বিএনপির প্রার্থীদের সমালোচনা করে পরিচিতি পাওয়ার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

 

শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

মির্জা আব্বাস বলেন, ‘রাজনীতিতে আঙুল ফুলে কলাগাছ হওয়া বালকরা বিএনপি প্রার্থীদের সমালোচনা করেই জনপ্রিয় হতে চায়।’

 

তিনি আরও বলেন, ‘এদের কাছ থেকে দেশকে রক্ষা করতে সঠিক যায়গায় ভোট দিতে হবে।’

 

নির্বাচন পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন ও সরকারে ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা। তারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে চায় বলেই ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়।’

 

ভোট গণনার সময় নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস মন্তব্য করেন, ‘নির্বাচনের ফলাফল ১২ ঘণ্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক।’