ইসরায়েল ও সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রচুক্তি
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মিত্রদের সামরিক সক্ষমতা জোরদারে বড় অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও সৌদি আরবের কাছে কয়েক বিলিয়ন ডলারের উন্নত অস্ত্র বিক্রির বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রশাসন।
শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের জন্য মোট ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি দেশটির জন্য আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত যানবাহন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিকে শক্তিশালী ও প্রস্তুত রাখাটা আমাদের জাতীয় স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।’
একই সময়ে সৌদি আরবের সঙ্গে ৯ বিলিয়ন ডলারের একটি আলাদা চুক্তি অনুমোদন করা হয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরবকে ৭৩০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতে ব্যবহৃত হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এসব সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। গত বছর ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সৌদি আরব। অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনায় রেখে দেশটি কৌশলগত সংযম দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
