শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

মেটা ও ইউটিউবের বিরুদ্ধে কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে মামলা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি গুরুত্বপূর্ণ মামলা শুরু হয়েছে, যেখানে প্রশ্ন উঠেছে—সামাজিক যোগাযোগমাধ্যম কি কিশোরদের জন্য ক্ষতিকর? মামলায় আসামি হিসেবে রয়েছে মেটা (ফেসবুক, ইনস্টাগ্রামের মালিক) এবং ইউটিউব। অভিযোগ উঠেছে, এই প্ল্যাটফর্মগুলো কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে।

 

মামলাটি দায়ের করেছেন ক্যালিফোর্নিয়ার এক কিশোরী (কেজিএম নামে পরিচিত) এবং তার মা ক্যারেন গ্লেন। তারা দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ইচ্ছাকৃতভাবে আসক্তি তৈরি করে। নিরবিচ্ছিন্ন নোটিফিকেশন, শেষ না হওয়া ফিড, ভিডিও শেষ হওয়ার আগেই পরের ভিডিও শুরু হওয়া—এসবের মাধ্যমে ব্যবহারকারীকে দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে রাখা হয়।

 

বাদীপক্ষের আইনজীবীরা বলেন, সমস্যার মূল কনটেন্ট নয়, বরং প্ল্যাটফর্মের নকশা। এতে কিশোররা বেশি ঝুঁকিতে পড়ে। মামলায় আরও বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মে সাইবার বুলিং বৃদ্ধি পায়, শরীর নিয়ে নেতিবাচক তুলনা হয় এবং অচেনা প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়।

 

প্রাথমিকভাবে মামলায় টিকটক ও স্ন্যাপও ছিল, কিন্তু তারা বিচার শুরুর আগেই আলাদা সমঝোতায় গেছে। এখন কেবল মেটা ও ইউটিউব আদালতের মুখোমুখি।

 

মেটা জানিয়েছে, তারা কিশোরদের জন্য নিরাপদ আলাদা অ্যাকাউন্ট এবং অভিভাবকদের জন্য নজরদারি টুল চালু করেছে। ইউটিউব বলেছে, তারা সংবেদনশীশ কনটেন্টে বিধিনিষেধ এবং কমবয়সী ব্যবহারকারীর শনাক্তকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে।

 

তবে সমালোচকরা মনে করছেন, এগুলো যথেষ্ট নয়। মূল প্ল্যাটফর্ম নকশা মূলত ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখার জন্য তৈরি। এই মামলার রায় প্রযুক্তি খাতে বড় প্রভাব ফেলতে পারে—কোম্পানিগুলোকে ক্ষতিপূরণ দিতে হতে পারে এবং নকশা ও নীতিতে পরিবর্তন আসতে পারে।

 

এই মামলা কিশোরদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমের দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।