শনিবার   ৩১ জানুয়ারি ২০২৬   মাঘ ১৮ ১৪৩২   ১২ শা'বান ১৪৪৭

পিএসএল দলের কোচ হলেন পেইন

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:১৮ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন অধ্যায় যোগ হলো অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইনের কোচিং ক্যারিয়ারে। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগে কোচিং করাতে যাচ্ছেন তিনি। পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

 

গত পরশু রাতে এই নিয়োগের কথা নিশ্চিত করে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ জানায়, ‘টিম পেইনকে প্রধান কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সর্বোচ্চ পর্যায়ে প্রমাণিত নেতা। চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা সম্পন্ন একজন, যিনি নতুন যুগের নেতৃত্ব দিতে প্রস্তুত।’

 

৪১ বছর বয়সী পেইন অস্ট্রেলিয়ার জার্সিতে ৩৫টি করে টেস্ট ও ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টিতে খেলেছেন ১২টি ম্যাচ। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংকে পেশা হিসেবে নেন তিনি। ২০২৪ বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচ ছিলেন। তার আগের মৌসুমে একই দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

 

এছাড়া অস্ট্রেলিয়া ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল এবং নারী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করেছেন পেইন। শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জের মালিকপক্ষ মনে করছে, তার নেতৃত্বে দলটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে।

পিএসএলের আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের কোচিং স্টাফও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।