ওকালতি ছেড়ে কনটেন্ট ক্রিয়েটর, ফলোয়ার ৩৫ লাখ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১০:৪২ এএম, ৩১ জানুয়ারি ২০২৬ শনিবার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জুয়েল রানা। ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে চার বছর ওকালতি করেছেন। বাবা কৃষক হওয়ায় ছেলেকে চাকরিবাকরি করে প্রতিষ্ঠিত দেখতে চেয়েছিলেন। কিন্তু জুয়েলের মনে অন্য ভাবনা। জীবনের তৃপ্তি কোথায়? মাটি, মানুষ, কৃষক, প্রকৃতির গল্প বলতে পারলে জীবন সার্থক হবে—এই ভাবনা থেকে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি শুরু করেন ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’।
এক বছরের মধ্যেই পেজের ফলোয়ার ৩৫ লাখ ছাড়িয়েছে। ইউটিউবে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার। প্রতিদিন গড়ে তিনটি ভিডিও আপলোড করেন। ভিডিওর ভিউ ২ থেকে ৩ কোটি পর্যন্ত যায়। কোনো কোনো ভিডিও ৫ কোটিরও বেশি দেখা হয়েছে।
জুয়েল রানা কৃষি ও প্রকৃতিকে উপজীব্য করে ভিডিও বানান। সঙ্গে যুক্ত করেন মানুষ ও সাহিত্য। এক ভিডিওতে দেখা যায়, মাছের ঘেরের ওপর বাঁশের কুঁড়েঘর। সূর্য অস্ত যাওয়ার সময় পানকৌড়ি ও বক ডানা শুকাচ্ছে। পেছনে জুয়েল রানার কণ্ঠে আল মাহমুদের ‘পানকৌড়ির রক্ত’ কবিতা। আরেক ভিডিওতে হেলে পড়া খেজুরগাছ। গাছটি বেঁচে থাকার চেষ্টা করছে। জুয়েল বলছেন, ‘টিকে থাকার ইচ্ছাটা আগে নিজের থাকতে হবে।’
জন্ম থেকেই কৃষি ও প্রকৃতির সঙ্গে পরিচয়। বাবা কৃষক। ফসলের রং, ঋতুর ছন্দ—এসব ছোটবেলাতেই শিখেছেন। ভিডিওতে কৃষকের সুখ-দুঃখ, সমস্যা, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেন। তাঁর কথায়, কৃষকের গল্প বললে কৃষি হয়ে ওঠে এক প্রাণবন্ত শিল্প।
ভিডিও তৈরিতে সঙ্গে থাকেন ইকরামুল কবির ও হাসানুজ্জামান। ঘুঘু পাখির ডাকের জন্য একবেলা অপেক্ষা, শেয়ালের ডাকের জন্য রাত জেগে বসে থাকা—এসবই তাঁদের কাজের অংশ। গ্রামের মানুষ ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান। তাঁদের বিশ্বাস অর্জন করাই বড় চ্যালেঞ্জ।
জুয়েলের স্ত্রী নিশা ও তিন বছরের মেয়ে জেসিকা নিয়ে সংসার ঝিনাইদহ শহরে। বাবা-মা ও বোন গ্রামে থাকেন। তিনি বলেন, সবাই চাকরি করলে পৃথিবীর রূপ-রসের বর্ণনা করবে কে? এর জন্য দু-একটা পাগল থাকা চাই!দর্শকরা বলেন, ভিডিও দেখে শৈশবের গ্রামীণ জীবন মনে পড়ে। জুয়েল মনে করেন, মাটি ও মানুষের প্রতি দরদ থাকলে কাজ সার্থক হয়। তিনি চান, কৃষি ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক গড়ে উঠুক।
