বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

নতুন ম্যালওয়্যার ফোনের গতি কমায় ব্যাটারি শেষ করে

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের লক্ষ্য করে একটি নতুন ধরনের ম্যালওয়্যার শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ডক্টর ওয়েব। গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি এই ম্যালওয়্যার ধীরে ধীরে স্মার্টফোনের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং গোপনে ব্যাটারি দ্রুত শেষ করে।

 

ডক্টর ওয়েবের তথ্য অনুযায়ী, এই ম্যালওয়্যার সাধারণত ব্যক্তিগত তথ্য চুরি বা আর্থিক জালিয়াতির জন্য ব্যবহৃত হয় না। এর লক্ষ্য ভিন্ন—ফোনের ব্যাকগ্রাউন্ডে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করা। ম্যালওয়্যারটি পর্দায় প্রদর্শিত বিজ্ঞাপন শনাক্ত করে তার ধরন ও কনটেন্ট বিশ্লেষণ করে নিজে থেকেই ক্লিক করে। এই প্রক্রিয়া ব্যবহারকারীর অজান্তে ঘটে।

 

ফলে ফোনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, ফোন ধীর হয়ে যায়, অ্যাপ খুলতে দেরি হয় এবং ডিভাইস অতিরিক্ত গরম হয়। গবেষকরা বলছেন, এই ম্যালওয়্যার বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ছড়াচ্ছে। গুগল তাদের প্লে প্রটেক্ট সেবার মাধ্যমে এ ধরনের ঝুঁকি কমানোর চেষ্টা করছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত সুরক্ষার পাশাপাশি ব্যবহারকারীর সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড না করা, মডিফায়েড অ্যাপ বা এপিকে ফাইল ব্যবহার না করা এবং নিয়মিত অ্যান্টিভাইরাস স্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এই ধরনের ম্যালওয়্যার ব্যবহারকারীদের অজান্তে অর্থ উপার্জনের জন্য বিজ্ঞাপনে ক্লিক করিয়ে দেয়। এতে ফোনের ব্যবহারযোগ্যতা কমে যায় এবং ব্যাটারি লাইফও দ্রুত কমে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা থেকে রক্ষা পেতে সচেতনতা ও নিয়মিত আপডেট খুবই জরুরি।