বিসিএস স্থগিতের রিট খারিজ, প্রিলিমিনারি পরীক্ষা আগামীকালই
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:৫২ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বিত বেঞ্চ এই আদেশ দেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবারই এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আদালতের এই সিদ্ধান্তের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী নিশ্চিত করেছেন যে, সারা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই। উল্লেখ্য যে, গণভোটের প্রচারণার কারণে সব পরীক্ষা স্থগিতের দাবিতে কয়েকজন প্রার্থী এই রিট আবেদনটি করেছিলেন। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেওয়ায় পিএসসি নির্ধারিত সময়েই পরীক্ষা নিতে পারছে।
এবারের ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদের বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ৬৫০ জন এবং প্রশাসন ও পুলিশ ক্যাডারে যথাক্রমে ২০০ ও ১১৭ জন নিয়োগ পাবেন। আবেদনকারীদের একটি বড় অংশ এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও একটি ক্ষুদ্র অংশ স্থগিতের দাবি তুলেছিল, যা আদালত নাকচ করে দিয়েছেন।
