ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
আবু সুফিয়ান হীরা
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে সামিরা আজিম দোলা'র ফেসবুক পোস্ট
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে নির্বাচনী সমীকরণে পরিবর্তন এসেছে। স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির দলীয় প্রার্থী আবুল কালামেকে সমর্থন জানিয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ধানের শীষ প্রতীক হাতে বিএনপি প্রার্থী আবুল কালামের সঙ্গে একটি যৌথ ছবি পোস্ট করেন সামিরা আজিম দোলা। পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থনের বিষয়টি জানান তিনি।
এই সিদ্ধান্তের পর স্থানীয় ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভোটার মনে করছেন, এতে করে বিএনপির প্রার্থীর অবস্থান আরও শক্তিশালী হবে এবং বিরোধী ভোট বিভাজন কমবে। আবার কেউ কেউ বলছেন, শেষ মুহূর্তে এমন সমর্থন ঘোষণায় নির্বাচনী মাঠে নতুন কৌশল ও হিসাব-নিকাশ যুক্ত হয়েছে।
স্থানীয় একজন ভোটারের ভাষ্য, “একই ধারার ভোট এক জায়গায় এলে ফলাফলে ইতিবাচক প্রভাব পড়বে।” অন্যদিকে তরুণ ভোটারদের একটি অংশ বলছে, প্রার্থীদের এই ধরনের সিদ্ধান্ত ভোটের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামিরা আজিম দোলার সরে দাঁড়ানো ও প্রকাশ্য সমর্থন ঘোষণার ফলে কুমিল্লা-৯ আসনের নির্বাচনী লড়াইয়ে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকবে।
