বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা

রিয়াদ হোসাইন স্টাফ রিপোর্টার:

প্রকাশিত : ০৫:০০ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।

 

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

 

জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী এবং কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ আঞ্চলিক মুখ্য সমন্বয়ক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জামায়াত আমিরের আগমন ও জনসভাকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে লাকসাম–মনোহরগঞ্জ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

 

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ লাকসাম–মনোহরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার এবং লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শাহ আলম।
নেতৃবৃন্দ জনসভায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।