দেশব্যাপী নারীদের ওপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রীসংস্থার সম্মেলন
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত : ০৪:২৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
শেরপুরে জামায়াত নেতাকে হত্যা, নারীদের ওপর হামলা ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে লাল কার্ড দেখিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজার নেতৃত্বে কতিপয় শিক্ষার্থী। আজ নির্বাচনী জনসমাবেশে অংশ নিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে লাল কার্ড প্রদর্শনের আয়োজন করেন তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা–রাজশাহী মহাসড়কের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে ‘দেশব্যাপী হত্যা ও নারীদের ওপর হামলার প্রতিবাদে লাল কার্ড’, ‘মানুষ হত্যার রাজনীতি আর কত দিন?’, ‘নারীদের নির্বাচনে এ কেমন গণতন্ত্র’, ‘I have a plan, Killer Tarek Rahman’—এমন বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, “ফুটবলে ফাউল করলে যেমন লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়, তেমনি রাজনীতিতে বিএনপি একের পর এক ফাউল করেই যাচ্ছে। তারা বিরোধী দল ও নারীদের ওপর হামলা চালাচ্ছে, এমনকি নির্বাচনকে ঘিরে প্রথম খুনের ঘটনাও ঘটিয়েছে। এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে আজ আমরা তারেক রহমান ও তার দলের নেতাকর্মীদের লাল কার্ড দেখাতে এখানে এসেছি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিএনপি দুই শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ভেবেছিলাম তারেক রহমান দেশে এলে হত্যা, চাঁদাবাজি ও দেশব্যাপী নৈরাজ্য বন্ধ হবে। তিনি যখন বলেছিলেন ‘I have a plan’, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম এবং ভেবেছিলাম দেশের রাজনীতি সঠিক পথে পরিচালিত হবে। কিন্তু এখন তার সেই ‘প্ল্যান’-এর আসল রহস্য বুঝতে পেরেছি। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সে জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে।”
