বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

নতুন ব্যবসা শুরু করলেন তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া এবার অভিনয়ের বাইরে নতুন একটি ব্যবসায় যাত্রা শুরু করেছেন। তিনি নিজের নামে একটি ফাইন জুয়েলারি ব্র্যান্ড চালু করেছেন—‘তামান্না ফাইন জুয়েলারি’। তামান্না নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন।

 

তামান্না জানিয়েছেন, এই ব্র্যান্ডের মূল ধারণা হলো—‘উৎসবের বাইরে’। অর্থাৎ শুধু বিশেষ অনুষ্ঠান বা উৎসবের জন্য নয়, প্রতিদিনের ব্যবহারের উপযোগী জুয়েলারি তৈরি করাই এই ব্র্যান্ডের লক্ষ্য। তিনি বলেন, জুয়েলারি তার সবসময়ই খুব পছন্দের। কিন্তু সবসময়ই মনে হতো অলংকার শুধু উপলক্ষের জন্য। এই চিন্তা থেকেই তিনি এমন একটি ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যা প্রতিদিনের স্টাইলের সঙ্গে মানানসই হবে।

 

‘তামান্না ফাইন জুয়েলারি’তে ১৪ এবং ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং বিভিন্ন রত্নপাথর দিয়ে খুবই আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি তৈরি করা হচ্ছে। তামান্নার মতে, জুয়েলারি এমন হওয়া উচিত যা একজন মানুষের ব্যক্তিত্বের অংশ হয়ে যায়, তার মনের ভাব প্রকাশ করে এবং পরিপূর্ণ অনুভূতি দেয়।

 

এই ব্র্যান্ডটি তামান্না ভাটিয়া এবং তার বাবা সন্তোষ ভাটিয়ার যৌথ উদ্যোগ। তারা নিজেরাই ডিজাইন, প্রোডাকশন এবং রিটেইল সামলাচ্ছেন। ব্র্যান্ডটির প্রথম তিনটি মূল সংগ্রহ হলো—‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ এবং ‘প্লাম্পসিয়াস’। মুম্বাইয়ের জুহুতে ইতোমধ্যে খোলা হয়েছে ‘তামান্না ফাইন জুয়েলারি’র ফ্ল্যাগশিপ স্টোর। তামান্না জানিয়েছেন, এই ব্র্যান্ডের মাধ্যমে তিনি নারীদের প্রতিদিনের জীবনে সৌন্দর্য ও আত্মবিশ্বাস যোগ করতে চান।

 

তামান্না ভাটিয়া দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি তেলুগু, তামিল ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। এবার তিনি অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন। ভক্ত-অনুরাগীরা তার এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।