বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই বললেন: রাহানে

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

পাকিস্তান ক্রিকেট দল । পিসিবি

পাকিস্তান ক্রিকেট দল । পিসিবি

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল অথবা সোমবার। পিসিবি প্রধান মহসিন নাকভি গত ২৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন।

 

ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান বিশ্বকাপ খেলতেই আসবে। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে। অবশ্যই আসবে। মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে, তবে মানুষ বোকা নয়। তারা বিশ্বকাপ খেলবে।”

 

হার্শা যোগ করেন, এটা ক্লাব ক্রিকেট নয় যে তারা বলবে ম্যানেজার আসেনি তাই খেলব না। এটা বিশ্বকাপ। পাকিস্তান না এলে তাদের ক্রিকেটে বিশাল প্রভাব পড়বে। তিনি বলেন, পাকিস্তান শুধু কোলাহল সৃষ্টির জন্য সিদ্ধান্ত নিতে দেরি করছে।

 

অন্যদিকে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে বলেন, “আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। আমি মনে করি না তাদের সেই সাহস আছে।”

 

ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচগুলোর একটি। এই ম্যাচ না হলে দর্শক, স্পনসর ও আইসিসির আয় কমে যাবে। হার্শা বলেন, পাকিস্তান না এলে কেউ তাদের অনুরোধ করবে না। পাকিস্তানও জানে, তারা যদি বলে খেলবে না, তাহলে বলা হবে—এসো না। কেউ বলবে না, আসো আসো।

 

পাকিস্তানের বয়কটের কথা মূলত বাংলাদেশ দলকে কেন্দ্র করে এসেছে। ভারতে নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বিসিবি। ২১ জানুয়ারি আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। বাংলাদেশ রাজি না হওয়ায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়।

 

পিসিবি প্রধান নাকভি ২৬ জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেন। শুক্র বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানানো হয়েছে। বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।