বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬   মাঘ ১৬ ১৪৩২   ১০ শা'বান ১৪৪৭

ওপেনএআই-তে বিনিয়োগের আলোচনায় এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যামাজন

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ১১:৩৩ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

এনভিডিয়া, মাইক্রোসফট এবং অ্যামাজন ওপেনএআই-তে সর্বোচ্চ ৬০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। বুধবার (২৮ জানুয়ারি) দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই-এর বিদ্যমান বিনিয়োগকারী এনভিডিয়া সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনায় রয়েছে। দীর্ঘদিনের সমর্থক মাইক্রোসফট ১০ বিলিয়ন ডলারের কম বিনিয়োগ নিয়ে আলোচনা করছে। নতুন বিনিয়োগকারী হিসেবে অ্যামাজন উল্লেখযোগ্যভাবে ১০ বিলিয়ন ডলারের বেশি—সম্ভবত ২০ বিলিয়ন ডলারেরও বেশি—বিনিয়োগ নিয়ে আলোচনায় রয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই এই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টার্ম শিট বা বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়ার কাছাকাছি রয়েছে।

 

এটি চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের পর এসেছে, যেখানে বলা হয়েছিল সফটব্যাঙ্ক গ্রুপ ওপেনএআই-তে অতিরিক্ত সর্বোচ্চ ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনায় রয়েছে। ওপেনএআই তার এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে রয়েছে। গুগলের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় এই বিনিয়োগের আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

রয়টার্সের অনুরোধে এনভিডিয়া, অ্যামাজন, মাইক্রোসফট ও ওপেনএআই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি। রয়টার্স প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।