১২ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন আহমদ
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৬:২৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
কক্সবাজারের চকরিয়ায় এক নির্বাচনী পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যের প্রধান দিকসমূহ:
-
সালাহউদ্দিন আহমদ বলেন, "জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি এমন একটি সরকার পরিচালনা করবে যার প্রকৃত মালিক হবে সাধারণ মানুষ।"
-
তিনি প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশে আর কাউকে গুম হতে হবে না। কোনো মাকে যেন সন্তান হারানোর বেদনা সইতে না হয়, এমন একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির মূল লক্ষ্য।
-
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। বিভিন্ন দল তাদের পরিকল্পনা পেশ করবে, জনগণ যারটা পছন্দ করবে তাকেই নির্বাচিত করবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।"
-
২০০৮ সালে জেলে থাকাকালীন তাঁর স্ত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করার কথা স্মরণ করে তিনি চকরিয়াবাসীর প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দাবি করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাঁর জীবন বিপন্ন হলেও তিনি সব সময় মানুষের পাশেই ছিলেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সালাহউদ্দিন আহমদের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
