শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

ভিন্ন আয়োজনে পর্দা উঠল ক্রিকেট বিশ্বকাপের

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩০ মে ২০১৯ বৃহস্পতিবার

ভিন্ন স্বাদের এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ তম আসর। ক্রিকেট বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে নয়, সাধারণ কোনো উদ্বোধনী অনুষ্ঠানও নয়, সেন্ট্রাল লন্ডনের দ্য মলে আয়োজন করা হয়েছে এই ওপেনিং পার্টির। পেছনে বাকিংহ্যাম প্যালেসকে রেখে তার সামনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। আজ বুধবার (২৯ মে) ছিল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।


 ক্রিকেট দুনিয়ায় এরচেয়ে বড় আসর আর নেই। সেই আসর আবার বসছে ক্রিকেটেরই আঁতুড়ঘর ইংল্যান্ডে। সারা বিশ্বের ক্রিকেট পাগল সমর্থকদের নজর কেবলই ইংল্যান্ডমুখি। তবে বিশ্বব্যাপী অধির আগ্রহে টিভি পর্দার সামনে বসে থাকা দর্শকদের হৃদয় কতটুকু ভরাতে পেরেছে সেই প্রশ্ন এরিমধ্যে উঠতে শুরু করেছে।

কোনো ক্রিকেট মাঠে নয়, প্রথা ভেঙে এবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একটি সড়কের ওপর। ব্রিটেনের মধ্য লন্ডনের ওয়েসমিনিস্টার শহর ও বাকিংহাম প্রসাদের মধ্যের সড়ক দ্য মলে স্থানীয় সময় বিকেলে উদ্বোধনী অনুষ্টান শুরু হয়।

দিনের আলোয় তাই ছিল না কোনো আতশবাজির ঝলকানি। জাঁকজমকও ছিল না মেগা ইভেন্টের উদ্বোধানী অনুষ্ঠানসূলভ।

২০ বছর পর বিশ্বকাপ আয়োজন করছে ইংল্যান্ড। নিজেদের মাটিতে সর্বশেষ আয়োজিত আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিলো ব্যাপক সমালোচিত। তাই এবার সমর্থকদের দারুণ কিছু উপহার দেয়ার কথা বলা হচ্ছিল আয়োজকদের পক্ষ থেকে।

২০১১ সালে বাংলাদেশে ও ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রশংসিত হয়েছিলো। তারই ধারাবাহিকতায় এবার ইংল্যান্ডও জমকালো আয়োজন করতে চেয়েছিল।