৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
মাত্র দুই দিন বাকি। আগামী শুক্রবার, ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এবার সম্পূর্ণ নকলমুক্ত ও ন্যায্য পরিবেশ নিশ্চিত করতে অভূতপূর্ব কঠোরতা অবলম্বন করেছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে—যেকোনো অনিয়মে জড়িত প্রার্থীর প্রতি কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এই ৫০তম বিসিএসের মাধ্যমে মোট ২,১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ ১,৭৫৫টি—সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে ৬৫০টি, প্রশাসন ক্যাডারে ২০০টি। বাকি ৩৯৫টি নন-ক্যাডার পদ। ২০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষা একযোগে ঢাকা ও সাতটি বিভাগীয় সদর—রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এ অনুষ্ঠিত হবে।
বিপিএসসি এবার নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করছে না। প্রার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে হবে। ৯টা ৩০-এ গেট বন্ধ হয়ে যাবে—এর পর কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে কক্ষ ও আসন এলোমেলো (বিজোড়-জোড় পদ্ধতিতে) নির্ধারণ করা হয়েছে। ফলে সময়ানুবর্তিতা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
পরীক্ষাকক্ষে যা নিষিদ্ধ: মোবাইল ফোন, সব ধরনের ঘড়ি (স্মার্টওয়াচ সহ), বই-নোট-মুদ্রিত কোনো কাগজ, বৈজ্ঞানিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট/ডেবিট কার্ড, গয়না, ব্রেসলেট, ব্যাগ, মানিব্যাগ—এসব কিছুই সঙ্গে নেওয়া যাবে না। এমনকি কান ঢেকে রাখাও নিষিদ্ধ। চিকিৎসাগত কারণে যাদের শ্রবণযন্ত্র দরকার, তাদের পরীক্ষার দিন সকালে বিপিএসসির পূর্বানুমতি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ নিয়ে আসতে হবে। নিষিদ্ধ কোনো জিনিস পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অযোগ্য ঘোষণা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রবেশপত্র বাধ্যতামূলক। এটি bpsc.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে হবে। কেন্দ্র পরিবর্তনের কোনো আবেদন গ্রহণ করা হবে না। কমিশন পরামর্শ দিয়েছে—প্রার্থীরা আগেভাগে যাতায়াতের পরিকল্পনা করুন, কেন্দ্রের তথ্য যাচাই করুন এবং শুধু প্রয়োজনীয় কাগজপত্র (প্রবেশপত্র, ছবি সম্বলিত আইডি) নিয়ে যান।
বিপিএসসি জানিয়েছে, এই কঠোর নিয়মাবলী বিসিএসের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা রক্ষার অঙ্গীকারের অংশ। লক্ষ্য এক বছরের মধ্যে প্রিলিমিনারি থেকে লিখিত ও ভাইভা শেষ করা।
শেষ ৪৮ ঘণ্টায় প্রার্থীদের জন্য পরামর্শ: গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাম্প্রতিক ঘটনা, সাধারণ বিজ্ঞান ও বাংলাদেশ বিষয়ের উচ্চ ওজনের অংশগুলোতে শেষ মুহূর্তের রিভিশন দিন। নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছান।
ঐতিহাসিক ৫০তম বিসিএস প্রিলিমিনারিতে অংশ নেওয়া সব প্রার্থীর জন্য রইল অফুরন্ত শুভকামনা। এটি হতে পারে বাংলাদেশ সিভিল সার্ভিসে একটি সম্মানজনক ক্যারিয়ারের প্রথম সিঁড়ি।
সর্বশেষ আপডেটের জন্য দেখুন www.bpsc.gov.bd বা bpsc.teletalk.com.bd। শৃঙ্খলা, প্রস্তুতি আর আত্মবিশ্বাস—সাফল্যের চাবিকাঠি এগুলোই। শুভকামনা!
