বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বয়কটের আহ্বানে যোগ দিলেন সেপ ব্ল্যাটার

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০১:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার সোমবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো বয়কটের প্রস্তাবকে সমর্থন করেছেন। কারণ হিসেবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের দেশীয় ও আন্তর্জাতিক আচরণকে দায়ী করেছেন। ব্ল্যাটার এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বলেছেন, “আমি মনে করি এই বিশ্বকাপকে প্রশ্নবিদ্ধ করা মার্ক পিয়েথের পক্ষে ঠিকই হয়েছে।”

 

এই মন্তব্য সুইস আইনজীবী ও দুর্নীতিবিরোধী বিশেষজ্ঞ মার্ক পিয়েথের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রতিক্রিয়া। পিয়েথ সুইস সংবাদপত্র ডার বুন্ড-এ বলেছেন, “সমর্থকদের জন্য একটাই পরামর্শ: যুক্তরাষ্ট্রে যাবেন না! টিভিতে দেখলেই ভালো। আর যদি যান, তাহলে আশা করুন যে কর্মকর্তাদের পছন্দ না হলে সঙ্গে সঙ্গে পরের ফ্লাইটে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে – যদি ভাগ্য ভালো হয়।” পিয়েথ ২০১০-এর দশকে ফিফা সংস্কারের তদারকিতে ইন্ডিপেন্ডেন্ট গভর্ন্যান্স কমিটির সভাপতি ছিলেন। ব্ল্যাটার ১৯৯৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফিফা সভাপতি ছিলেন এবং দুর্নীতির তদন্তের পর পদত্যাগ করেন।

 

ব্ল্যাটারের এই সমর্থন আন্তর্জাতিক ফুটবল মহলে যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে উপযুক্ত কি না—এই প্রশ্নকে আরও জোরালো করেছে। যুক্তরাষ্ট্র ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।

 

উদ্বেগের মূল কারণগুলো হলো ট্রাম্প প্রশাসনের নীতি: গ্রিনল্যান্ড নিয়ে সম্প্রসারণবাদী অবস্থান, ভ্রমান নিষেধাজ্ঞা, অভিবাসীদের প্রতি আগ্রাসী কৌশল এবং অভিবাসন প্রয়োগবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে মোকাবিলা—বিশেষ করে মিনিয়াপোলিসের মতো শহরে। ডিসেম্বরে ট্রাম্প প্রশাসনের বর্ধিত নিষেধাজ্ঞায় সেনেগাল ও আইভরি কোস্টের সমর্থকদের ভ্রমণ পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। ইরান ও হাইতির সমর্থকরাও প্রবেশে নিষিদ্ধ।

 

জার্মান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওকে গ্যোটলিশ শুক্রবার হামবুর্গার মরগেনপোস্ট-এ বলেছেন, বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার সময় এসেছে। তিনি ১৯৮০-এর অলিম্পিক বয়কটের সঙ্গে তুলনা করে বলেন, আজকের রাজনৈতিক পরিস্থিতি আরও গুরুতর।

 

ফিফা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন এবং সম্প্রতি তাকে ফিফা পিস প্রাইজ দিয়েছেন। কিন্তু ব্ল্যাটারের মতো পুরোনো নেতার এই অবস্থান টুর্নামেন্টের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলছে। ফুটবলকে রাজনীতির ঊর্ধ্বে রাখার চেষ্টা চললেও, এই ঘটনা দেখাচ্ছে যে ২০২৬ বিশ্বকাপ শুধু খেলার মাঠে সীমাবদ্ধ থাকবে না।