হোয়াটসঅ্যাপ চালু করলো কড়া নিরাপত্তা মোড
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপ তার গোপনীয়তা এবং অ্যাকাউন্ট নিরাপত্তা নিয়ে ক্রমাগত সমালোচনা ও তদন্তের মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্ম এখন একটি নতুন উচ্চ-নিরাপত্তা মোড চালু করেছে, যার নাম ‘Strict Account Settings’। এই ফিচারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকাউন্টের আপস এবং লক্ষ্যবস্তু আক্রমণ থেকে আরও শক্তিশালী সুরক্ষা দেওয়ার জন্য। মূলত সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, পাবলিক ফিগার এবং অন্যান্য উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি, যারা অত্যাধুনিক হ্যাকিং বা স্পাইওয়্যার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই সব বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে, কিন্তু এই নতুন মোড চালু করলে আরও কড়া সুরক্ষা যোগ হয়। এটি অজানা পরিচিতির সাথে মিথস্ক্রিয়া অনেকাংশে সীমিত করে দেয়, অযাচিত ফাইল ও লিঙ্ক ব্লক করে এবং কোনো পরিচিতির এনক্রিপশন কী চেঞ্জ হলে ব্যবহারকারীকে সতর্ক করে। মোডটি ঐচ্ছিক, অর্থাৎ যার প্রয়োজন শুধু তিনিই চালু করবেন। কিন্তু যাদের সবচেয়ে বেশি দরকার, তাদের জন্য এটি একটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে।
এই মোড সক্রিয় করলে হোয়াটসঅ্যাপের কিছু ডিফল্ট আচরণ সীমাবদ্ধ হয়ে যায়, যা অন্যথায় দূষিত উদ্দেশ্যে ব্যবহার করা যেত। অজানা সেন্ডার থেকে আসা ফটো, ভিডিও, নথি বা অন্যান্য মিডিয়া অটোমেটিক ব্লক হয়ে যায়। অজানা পরিচিতিরা লিঙ্কের প্রিভিউ পাঠাতে পারে না, যাতে ক্ষতিকর URL-এ ভুল করে ক্লিক করার ঝুঁকি কমে। কল-ভিত্তিক ফিশিং থেকে বাঁচতে অপরিচিতদের ইনকামিং কল নিঃশব্দ করা হয়। লাস্ট সিন, অনলাইন স্ট্যাটাস, প্রোফাইল ফটো এবং অন্যান্য অ্যাকাউন্ট ডিটেইলস শুধুমাত্র সেভ করা কন্টাক্টদের জন্য দৃশ্যমান থাকে। গ্রুপে কে অ্যাড করতে পারবে সেটাও লিমিটেড হয়ে যায়। দ্বি-পদক্ষেপ যাচাইকরণ অটোমেটিক চালু হয় এবং এনক্রিপশন কী আপডেটের নোটিফিকেশন সক্রিয় থাকে।
ব্যবহারকারীরা সেটিংসে গিয়ে প্রাইভেসি > অ্যাডভান্সড সেকশনে গিয়ে ‘Strict Account Settings’ সক্ষম করতে পারেন। এটি এক ক্লিকের ব্যাপার, তবে প্রতিটি ফিচার আলাদা করে অফ করার অপশনও রাখা হয়েছে যাতে প্রয়োজনে নমনীয়তা থাকে। মেটা জানিয়েছে, পর্দার পিছনে Rust প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মিডিয়া হ্যান্ডলিং আরও সুরক্ষিত করা হয়েছে, যাতে স্পাইওয়্যারের মতো হুমকি থেকে বাঁচা যায়।
এই পদক্ষেপটি প্রযুক্তি জগতের একটা নতুন প্রবণতা। অ্যাপল ২০২২ সালে আইফোন ও ম্যাকের জন্য Lockdown Mode চালু করেছিল, যা অত্যন্ত লক্ষ্যবস্তু স্পাইওয়্যার আক্রমণ থেকে রক্ষা করতে ডিভাইসের কার্যকারিতা অনেকাংশে সীমিত করে। গুগলও অ্যান্ড্রয়েডের জন্য Advanced Protection Mode চালু করেছে, যা অ্যাপ ইনস্টলেশন ও সিস্টেম পারমিশন কড়াকড়ি করে। হোয়াটসঅ্যাপের এই মোড এসবের ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু ফোকাস বিশেষভাবে মেসেজিং এবং কলের নিরাপত্তায়।
এই ফিচারের ঘোষণার সময়টা বিশেষভাবে উল্লেখযোগ্য। সম্প্রতি একটি ইউএস ক্লাস-অ্যাকশন মামলায় অভিযোগ উঠেছে যে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের প্রতিশ্রুতি সত্ত্বেও মেটা হোয়াটসঅ্যাপ বার্তা অ্যাক্সেস করতে পারে। এছাড়া এলন মাস্ক প্রকাশ্যে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন ‘WhatsApp নিরাপদ নয়’। মেটা অবশ্য এসব অভিযোগকে অস্বীকার করে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের শক্তিশালীতা বারবার তুলে ধরেছে।
এদিকে, ১ জুলাই থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের দাম পরিবর্তন হয়েছে। WhatsApp Business API-এর প্রাইসিং কনভার্সেশন-বেসড থেকে পার-মেসেজ মডেলে চলে গেছে। ২০২৫-এর জুলাই থেকে শুরু হওয়া এই পরিবর্তন ২০২৬-এ আরও কিছু আপডেট পেয়েছে, যেমন নতুন কারেন্সি যোগ এবং ভলিউম-বেসড ডিসকাউন্ট। নরমাল ব্যবহারকারীদের জন্য কোনো চার্জ নেই, এটা শুধু বিজনেস অ্যাকাউন্ট এবং API ব্যবহারকারীদের জন্য।
Strict Account Settings ফিচারটি ধীরে ধীরে রোল আউট হচ্ছে এবং কয়েক সপ্তাহের মধ্যে সবার অ্যাপে পৌঁছে যাবে। যদি আপনি উচ্চ-ঝুঁকিতে থাকেন বা এক্সট্রা নিরাপত্তা চান, তাহলে এটি চালু করে দেখতে পারেন।
