কলহ মেটাতে গিয়ে দগ্ধ জাবি ছাত্রদল নেতাসহ ৪
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার
সাভারের আশুলিয়ার ইসলামপুর এলাকার একটি বাসায় দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাইফুল ইসলামসহ চারজন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে ইসলামপুর ৬ নম্বর গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (২৮), বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গাড়িচালক মো. হাসিনুর (২৬) এবং আপন দুই ভাই রায়হান ও রাহাত।
আগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ধারণা করা হলেও, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে ভিন্ন তথ্য। সাইফুলের বন্ধু রায়হান ও তার ভাই রাহাতের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সেই বিবাদ মেটাতে ওই বাসায় গিয়েছিলেন সাইফুল ও হাসিনুর। আলোচনার একপর্যায়ে দুই ভাইয়ের ঝগড়া চরম আকার ধারণ করলে রায়হান ক্ষুব্ধ হয়ে ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারজনই দগ্ধ হন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সাইফুলের শরীরের ৩০ শতাংশ এবং হাসিনুরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যদিকে, ঘটনার মূল হোতা রায়হান ও তার ভাই রাহাতকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তাদের দুটি ইউনিট রওনা দিলেও স্থানীয়রা আগেই আগুন নিভিয়ে ফেলায় তাদের কাজ করতে হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
