"ঝগড়া" চাইলে জবাব দেওয়া হবে: জামায়াত আমির
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগ্রহীত
বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে চাই না। কিন্তু কেউ ঝগড়া বাধাতে এলে ছেড়েও দেওয়া হবে না। ভোট যার ইচ্ছা, যেখানে ইচ্ছা তাকে দেবে; কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। এখন থেকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “প্রত্যেকটি নর-নারীর ভোটের অধিকার আপনারা পাহারা দেবেন? বাক্স পর্যন্ত ভোটার পৌঁছে দেওয়ার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।”
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। এখন মাথা গরম হলে চৈত্র মাসে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন। এখন তো আরামদায়ক বাতাস আছে, ভালো আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন।”
জামায়াত আমির আরও বলেন, “অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কী হয়েছে, তা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয়, কলিজা যদি জয় করতে হয়, তাহলে সবাইকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে। বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা একেবারেই স্পষ্ট। জীবন দেব, আমার মায়ের ইজ্জতে হাত দিতে দেব না। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব।”
রাজনৈতিক প্রতিপক্ষদের সতর্ক করে তিনি বলেন, “সেই কালো হাত যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসে থাকতে পারব না ভাই। পায়ে পাড়া দিয়ে, মুখের উপর, ঠোটের উপর ঘুসি মারবেন, আর বলব যে এবার কানটাও ছিঁড়ে মারেন- এ কাজ হবে না। বরং সমান ওজনের হিসাব-নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে।”
শফিকুর রহমান উদাহরণ দিয়ে বলেন, “আমাদের একটি বন্ধু সংগঠন ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা করেছে এবং এটাও বলেছেন যে, এটা মায়েদের হাতে দেবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। দুইটা একসঙ্গে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না।”
দুপুর ২টা থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা-১ থেকে ৬ পর্যন্ত জামায়াত ও জোটপ্রার্থী প্রার্থীরা, ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রেজাউল ইসলাম এবং জাগপার নেতা রাশেদ প্রধান প্রমুখ।
