মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

আসক্তি তৈরির অভিযোগে কাঠগড়ায় ফেসবুক, টিকটক ও ইউটিউব

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ‘ডিজাইন’ বা কারিগরি কাঠামোর কারণে শিশুরা আসক্ত হয়ে পড়ছে—এই অভিযোগে প্রথমবারের মতো বড় কোনো আইনি লড়াইয়ের মুখোমুখি হয়েছে মেটা (ফেসবুক/ইনস্টাগ্রাম), বাইটড্যান্স (টিকটক) ও অ্যালফাবেট (ইউটিউব/গুগল)। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শুরু হওয়া এই মামলাকে আইনি ইতিহাসের এক 'মাইলফলক' হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

 

মামলার প্রধান দিকগুলো:

  • আসক্তি ও ক্ষতি: মামলার মূল দাবি হলো, এই প্ল্যাটফর্মগুলো এমনভাবে অ্যালগরিদম তৈরি করেছে যা শিশুদের দীর্ঘক্ষণ আটকে রাখে। এর ফলে তরুণদের মধ্যে অবসাদ, খাদ্যাভ্যাসে সমস্যা এবং আত্মহত্যার প্রবণতা বাড়ছে।

  • তাকাম প্রতিষ্ঠানের কৌশলে বিচার: বাদীর আইনজীবীরা ১৯৯০-এর দশকে তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবহৃত আইনি কৌশল প্রয়োগ করছেন। তাদের দাবি, তামাকের মতোই এই সোশ্যাল মিডিয়াগুলো ‘ত্রুটিপূর্ণ পণ্য’ হিসেবে কাজ করছে।

  • বাদী কে? ১৯ বছর বয়সী এক মার্কিন তরুণী (ছদ্মনাম কেজিএম) এই মামলার নেতৃত্ব দিচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় আসক্তির কারণে গুরুতর মানসিক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন।

  • সুরক্ষা কবচ বনাম অভিযোগ: সাধারণত মার্কিন আইনের '২৩০ ধারা' অনুযায়ী ইউজারদের কনটেন্টের জন্য কোম্পানিগুলো দায়ী থাকে না। তবে আইনজীবীদের দাবি, তারা কনটেন্টের জন্য নয় বরং ‘ক্ষতিকর ডিজাইন’-এর জন্য বিচার চাইছেন।

 

আগামী ফেব্রুয়ারি থেকে বিচারপতি ক্যারোলিন কুলের আদালতে এই মামলার নিয়মিত শুনানি শুরু হবে। বিশ্লেষকদের মতে, এই বিচারে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকেও সাক্ষ্য দিতে ডাকা হতে পারে। এই মামলার রায় যদি কোম্পানিগুলোর বিপক্ষে যায়, তবে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে।