টানা ৪ দিন বন্ধ থাকবে সকল শিক্ষাপ্রতিষ্ঠান
তরুণকন্ঠ অনলাইন
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি থাকবে।
এছাড়া, পরবর্তী দু’দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ৪ দিনের ছুটি উপভোগ করতে পারবে।
প্রজ্ঞাপনের উদ্দেশ্য যেন ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং শিক্ষকদের দায়িত্ব পালন সহজ হয়।
শিল্পাঞ্চলের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে, যেন তারা ভোট কেন্দ্র ও শিল্প এলাকায় যাতায়াতের পর্যাপ্ত সময় পান।
এই দীর্ঘ ছুটির ফলে ভোটাররা সহজেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাতায়াত করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
