ফিরছে বিটিএস: মুহূর্তেই শেষ তিন কনসার্টের সব টিকিট
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
কে-পপ জগতের অবিসংবাদিত সম্রাট বিটিএস (BTS) আবারও প্রমাণ করল তাদের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। দীর্ঘ প্রতীক্ষার পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা আসতেই ভক্তদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার গোয়াংয়ে এপ্রিলে অনুষ্ঠেয় তিনটি কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই সবগুলো বিক্রি হয়ে গেছে।
কোরিয়া হেরাল্ডের তথ্যমতে, অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্যরা লাইনে দাঁড়িয়েও কয়েক সেকেন্ডের ব্যবধানে টিকিট পেতে ব্যর্থ হয়েছেন। কেবল জনপ্রিয়তাই নয়, এবারের আলোচনার কেন্দ্রে রয়েছে টিকিটের অস্বাভাবিক দাম। গোয়াং কনসার্টের ভিআইপি টিকিটের দাম ধরা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ওন (প্রায় ১৮৩ ডলার), যা ২০১৮ সালের তুলনায় অবিশ্বাস্য ২৪০ শতাংশ বেশি।
কেন বাড়ছে টিকিটের দাম? বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান কনসার্টগুলো আর কেবল গান-নাচে সীমাবদ্ধ নেই। হাই-টেক ভিজ্যুয়াল, বিশাল এলইডি স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম এবং সাউন্ডচেক বা মিট-অ্যান্ড গ্রিট প্যাকেজের কারণে প্রোডাকশন খরচ এখন আকাশচুম্বী। এছাড়া বৈশ্বিক মূল্যস্ফীতি এবং নিরাপত্তা কর্মীর পেছনে বিশাল ব্যয়ের প্রভাব সরাসরি পড়ছে টিকিটের দামে।
চমকপ্রদ তথ্য হলো, দক্ষিণ কোরিয়ায় টিকিটের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের তুলনায় তা এখনো সস্তা। জাপানে বিটিএসের টিকিটের দাম প্রায় ২৯২ ডলার এবং যুক্তরাষ্ট্রে প্রিমিয়াম টিকিটের দাম ৮০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। বিটিএসের এই ট্যুরটি বিশ্বজুড়ে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে।
