মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

বিশ্বের নিকৃষ্টতম ক্রিকেট লিগ এখন বিপিএল!

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বিতর্ক আর অব্যবস্থাপনার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবার আন্তর্জাতিকভাবেও মিলল এর স্বীকৃতি। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন 'দ্য ক্রিকেটার'-এর করা সাম্প্রতিক এক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের প্রধান ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে দশম বা সর্বশেষ স্থানে জায়গা হয়েছে বিপিএলের।

 

সংস্থাটি মূলত চারটি মানদণ্ড—বিনোদনের মান, ক্রিকেটের মান, স্থায়িত্ব এবং সামগ্রিক অবস্থানের ওপর ভিত্তি করে এই বিচার করেছে। এর মধ্যে তিনটি ক্যাটাগরিতেই বিপিএল দশ নম্বরে রয়েছে। সামগ্রিক বিচারে ভারতের আইপিএল শীর্ষে এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি দ্বিতীয় অবস্থানে থাকলেও বিপিএলকে ছাড়িয়ে গেছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং নবাগত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও।

'

দ্য ক্রিকেটার' তাদের প্রতিবেদনে বিপিএলের এই করুণ অবস্থার জন্য বেশ কিছু গুরুতর কারণ উল্লেখ করেছে। তাদের মতে, ১৭ কোটি মানুষের দেশে ক্রিকেটের বিশাল বাজার থাকা সত্ত্বেও বিপিএল কেন পিছিয়ে, তার কারণগুলো হলো:

  • আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

  • ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘনঘন পরিবর্তন।

  • দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব।

  • খেলোয়াড়দের দলবদলের উচ্চ হার এবং অস্থিতিশীল সময়সূচী।

 

প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, এলপিএল এবং বিপিএল—উভয় টুর্নামেন্টই ভালো করার সম্ভাবনা রাখলেও দীর্ঘদিনের পুঞ্জীভূত অব্যবস্থাপনা তাদের বিশ্বের সবচেয়ে নিম্নমানের লিগে পরিণত করেছে।