দায়িত্বপ্রাপ্তরা গণভোটে নিরপেক্ষ থাকবেন: ইসি
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বে থাকা সকল কর্মকর্তাদের জন্য পক্ষপাতহীন থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান তবে সরকারের কোনো কাজ নিয়ে সমালোচনা করতে চায় না। এখন পর্যন্ত অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবার নির্বাচনী মাঠ স্বচ্ছ রয়েছে।”
আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, “এখন পর্যন্ত ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি ভঙ্গ হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে ৯৪টি আর জরিমানা আদায় হয়েছে ৯ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।” তিনি উল্লেখ করেন, কমিশনের উপর শতভাগ আস্থা রেখেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে নিরাপদ ও স্বচ্ছভাবে ভোট দিতে পারবেন।
প্রবাসী ভোটারদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন জানায়, সকাল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্য দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। এছাড়া ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, “৪ লাখ ২৫ হাজার ৭৮৮ প্রবাসী ভোটার কর্তৃক ভোট দান সম্পন্ন হয়েছে। ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে ভোট জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।”
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলিয়ে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
