৪৫ মিলিয়নের ছবিতে ৩০০ কোটি আয় সিডনি সুইনির
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
বক্স অফিসে মাঝারি বাজেটের সিনেমার ভবিষ্যৎ নিয়ে যখন নানা সংশয়, ঠিক তখনই বড় পর্দার ক্ষমতা জানান দিল সিডনি সুইনি অভিনীত ‘দ্য হাউসমেইড’। ফ্রেইডা ম্যাকফ্যাডেনের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই আর-রেটেড মনস্তাত্ত্বিক থ্রিলারটি গত ২৩ থেকে ২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বজুড়ে ২৯৪.৯ মিলিয়ন ডলার আয় করেছে। এর মাধ্যমে এটি নির্মাতা পল ফিগের ১৫ বছরের পুরনো রেকর্ড ‘ব্রাইডসমেইডস’ (২৮৯.৬ মিলিয়ন)-কে ছাড়িয়ে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমায় পরিণত হয়েছে।
মাত্র ৪৫ মিলিয়ন ডলারের নেট বাজেটে নির্মিত এই ছবিটির সাফল্য হলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছবির নির্মাতা পল ফিগ বলেন, “আমি বারবার প্রমাণ করেছি যে নারীরা সিনেমা হলে আসে, তাদের শুধু ভালো কনটেন্ট দিতে হয়।” এর আগে সিডনি সুইনির রোমান্টিক কমেডি ‘এনিওয়ান বাট ইউ’ ২০৮ মিলিয়ন ডলার আয় করেছিল, তবে ‘দ্য হাউসমেইড’ সেই রেকর্ডকেও অনায়াসেই টপকে গেছে।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে মিলি ক্যালোওয়ে (সিডনি সুইনি) নামের এক গৃহকর্মীকে ঘিরে, যে এক ধনী পরিবারে কাজ নিতে গিয়ে এক ভয়াবহ পারিবারিক রহস্যের জালে জড়িয়ে পড়ে। সিডনি সুইনি ও আমান্ডা সেফ্রিডের অনবদ্য অভিনয় এবং টানটান উত্তেজনার গল্প দর্শকদের হলমুখী করেছে। ছবির ব্যাপক সফলতার পর এর সিকুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’ নিয়েও কাজ শুরু হওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
