মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

প্যারিসিয়ান লুকে লোলাপালুজায় নজর কাড়লেন ম্রুণাল ঠাকুর

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বরাবরই তাঁর রুচিশীল ফ্যাশন সেন্সের জন্য পরিচিত। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে আয়োজিত আন্তর্জাতিক সংগীত উৎসব 'লোলাপালুজা ইন্ডিয়া'-তে তাঁর উপস্থিতি ছিল এক কথায় অনবদ্য। এই উৎসবে তিনি ধরা দিয়েছেন আধুনিক 'প্যারিসিয়ান শিক' স্টাইল লুকে, যা ফ্যাশন প্রেমীদের মাঝে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

 

উৎসবে ম্রুণালের পোশাকে দেখা গেছে ফরাসি আভিজাত্য ও আধুনিকতার মেলবন্ধন। তিনি বেছে নিয়েছিলেন জনপ্রিয় ফরাসি ব্র্যান্ড 'সান্দ্রো প্যারিস'-এর একটি নেভি রঙের গোল্ডেন বাটন দেওয়া কার্ডিগান স্টাইল জ্যাকেট। এর নিচে ছিল সাদা ট্যাঙ্ক টপ এবং পরনে ছিল একটি ধূসর রঙের প্লিটেড মিনি স্কার্ট। পুরো সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি নিয়েছিলেন 'অলয়া' ব্র্যান্ডের একটি বারগান্ডি রঙের ছোট হ্যান্ডব্যাগ। পায়ের কালো অ্যাঙ্কল বুট তাঁর লুকে যোগ করেছিল একটি স্মার্ট ফিনিশ।

 

অভিনেত্রীর মেকআপ ছিল একেবারেই হালকা ও স্বাভাবিক—পিচ রঙের ব্লাশ এবং হালকা গোলাপি লিপস্টিক। চুলে ছিল সাধারণ ঢেউ খেলানো স্টাইল। কোনো বাড়তি অলংকার ছাড়াই স্রেফ সাধারণ পোশাকে কীভাবে আভিজাত্য বজায় রাখা যায়, ম্রুণাল ঠাকুর যেন আবারও তা প্রমাণ করলেন। তাঁর এই লুকে যেমন ছিল স্বাচ্ছন্দ্য, তেমনি ছিল আত্মবিশ্বাসী ও আধুনিক ফ্যাশনের ছাপ।