মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

এশিয়ার সেরা ২০ সিনেমায় বাংলাদেশের তিন চলচ্চিত্র

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের সিনেমা। জনপ্রিয় চলচ্চিত্র বিষয়ক ওয়েবসাইট 'এশিয়ান মুভি পালস' ২০২৫ সালের এশিয়ার সেরা ২০টি সিনেমার তালিকা প্রকাশ করেছে, যেখানে গর্বের সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি ভিন্নধর্মী কাজ। ২০০৯ সাল থেকে এশীয় সিনেমার প্রসারে কাজ করা এই প্ল্যাটফর্মটি মূলত শৈল্পিক গুণমান, উৎসবকেন্দ্রিক আলোচনা এবং সাংস্কৃতিক গুরুত্ব বিবেচনা করে এই তালিকা তৈরি করে।

 

তালিকার ৫ নম্বরে থাকা 'বালুর নগরীতে' সিনেমাটি ইতিমধ্যে কার্লোভি ভেরি উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতে বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে। মেহেদী হাসান পরিচালিত এই আর্ট হাউস সিনেমাটিকে একটি 'রত্ন' হিসেবে অভিহিত করেছে এশিয়ান মুভি পালস। অন্যদিকে, ১৭ নম্বরে থাকা সৌমিত্র দস্তিদারের 'জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক' ছবিটিকে অভিহিত করা হয়েছে প্রতিরোধের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে নির্মিত এই তথ্যচিত্রটি তরুণ প্রজন্মের সংগ্রামের ইতিহাস তুলে ধরেছে। তালিকার ১৯ নম্বরে স্থান পেয়েছে নুহাশ হুমায়ূনের আলোচিত অ্যানথোলজি সিরিজ '২ষ', যা প্রচলিত হরর ঘরানার বাইরে মানুষের মনস্তাত্ত্বিক ভয়কে অসাধারণ শৈলীতে ফুটিয়ে তুলেছে।

 

এই তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইরানের কান-জয়ী ছবি 'ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট'। বাংলাদেশের সিনেমা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার চলচ্চিত্র মানচিত্রে বাংলাদেশকে আর উপেক্ষা করার সুযোগ নেই; বরং দেশটির নির্মাতারা এখন আত্মবিশ্বাসের সাথে চলচ্চিত্রের নতুন ভাষা তৈরি করছেন।