মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে ৪-৫ জন দুষ্কৃতকারী ককটেল নিক্ষেপ করে গোপালগঞ্জ শহরের দিকে চলে যায়।

 

বিস্ফোরণের শব্দে আশপাশের হল ও সড়কে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। পরে প্রক্টরিয়াল বডি, সাংবাদিক, পুলিশ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে। যেখানে ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে, কিন্তু দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করা যায়নি।

 

ঘটনার প্রতিক্রিয়ায় গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং টানা দুইবার বিশ্ববিদ্যালয়ের লাইট বন্ধ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর জবাব দিতে হবে।”

 

প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, প্রশাসন মনে করছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমার ধারণা দুষ্কৃতকারীরা একটা ফুটেজ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সামনে এমন ঘটনা ঘটিয়েছে। তবে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে এটা মারাত্মক বড় রকমের ঘটনা হতে পারতো। আমার ধারণা এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য একটা পায়তারা, আমরা শিক্ষার্থীদের নিয়ে এসব অপকর্ম রুখে দিব। আগামীকাল মিটিং করে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেরকম ব্যবস্থা নিব। 

 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।  এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।