পাক বংশোদ্ভূত শরীফের ভিসা নিয়ে আইসিসির দ্বারস্থ স্কটল্যান্ড
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ১১:২৫ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ দল ভারত সফরে অস্বীকৃতি জানানোয় কপাল খুলেছে স্কটল্যান্ডের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটি এখন তাদের অভিজ্ঞ পেসার সাফিয়ান শরীফের ভিসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা পেতে প্রায়ই বিলম্ব হওয়ার নজির থাকায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির শরণাপন্ন হয়েছে স্কটিশ ক্রিকেট বোর্ড।
সাফিয়ান শরীফ ইংল্যান্ডের হাডার্সফিল্ডে জন্ম নিলেও তাঁর বাবা পাকিস্তানি। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাবে এর আগেও অনেক পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা পেতে দেরি হয়েছে। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানান, আইসিসি তাদের আশ্বস্ত করেছে যে ৭ ফেব্রুয়ারির আগেই দলের সব সদস্যের ভিসা নিশ্চিত করতে তারা কঠোরভাবে কাজ করছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে স্কটল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা।
স্কটল্যান্ড তাদের ১৫ সদস্যের স্কোয়াডে আরও কিছু চমক রেখেছে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী আফগান বংশোদ্ভূত পেসার জাইনুল্লাহ ইহসান। এছাড়া নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার টম ব্রুস এবার স্কটল্যান্ডের হয়ে মাঠ মাতাবেন। ভিসা জটিলতার কথা মাথায় রেখে ৫ জন রিজার্ভ খেলোয়াড়কেও প্রস্তুত রাখা হয়েছে। আকস্মিক এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বমঞ্চে ভালো কিছু করতে মুখিয়ে আছে স্কটিশরা।
