মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

দেশে দিনে ৪১ আত্মহত্যা, ১১ মাসে ঝরল ১৩৫০০ প্রাণ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:১৫ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

রাজধানীসহ সারাদেশে আত্মহত্যার হার এখন এক নীরব মহামারি। পুলিশ সদরদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ১৩ হাজার ৪৯১ জন মানুষ আত্মহত্যা করেছেন। গড়ে প্রতিদিন ৪১ জন মানুষ বেছে নিচ্ছেন এই চরম পথ। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২০ হাজার ৫০৫ জন এবং ২০২৪ সালে ছিল ১৩ হাজার ৯২০ জন।

 

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি লোমহর্ষক ঘটনা সমাজকে নাড়িয়ে দিয়েছে। গত সোমবার গাজীপুরের পুবাইলে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। অন্যদিকে, রাজধানীতে গত ১৬ ও ১৭ জানুয়ারি—মাত্র দুই দিনে অন্তত ৬ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এসব ঘটনার নেপথ্যে রয়েছে চরম পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, বিচ্ছেদের বেদনা এবং অসহনীয় ঋণের চাপ।

 

বিশেষজ্ঞদের মতে, আত্মহত্যার কোনো একটি সুনির্দিষ্ট কারণ থাকে না; বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও মানসিক যন্ত্রণা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখনই মানুষ এমন সিদ্ধান্ত নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক ড. তৌহিদুল হক মনে করেন, সামাজিক বিচ্ছিন্নতা ও রাষ্ট্রীয় কার্যকর জীবন কাঠামোর অভাবে মানুষ সংকটের সময় একা হয়ে পড়ে এবং মৃত্যুকে মুক্তি মনে করে। তবে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, ৯৯৯ বা জাতীয় জরুরি সেবার মাধ্যমে দ্রুত সহায়তা এবং বিজ্ঞানভিত্তিক মানসিক চিকিৎসা নিশ্চিত করা গেলে এই অকাল মৃত্যু রোধ করা সম্ভব।