মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

বিজিবির অভিযানে ১,৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত : ১১:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১,৯০৮ কোটি ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই বার্ষিক খতিয়ান নিশ্চিত করেন।

জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে প্রায় ৬০ কেজি স্বর্ণ, ১৬৮ কেজি রৌপ্য, এবং ১১ লাখ কেজির বেশি চিনি। এছাড়াও কসমেটিক্স, পোশাক, মোবাইল ফোন এবং ১২ হাজারেরও বেশি গবাদি পশু জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের তালিকায় রয়েছে ৬৪টি পিস্তল, ১৯টি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাইন। মাদকের ক্ষেত্রেও বিজিবি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে; বছরজুড়ে প্রায় ১ কোটি ৪৭ লাখ পিস ইয়াবা এবং ১০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় বিজিবির তৎপরতায় গত এক বছরে ২,৩৩৪ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪,২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭,৩৬৮ জন মিয়ানমার নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, দেশের অর্থনীতি রক্ষা ও সীমান্ত অপরাধ দমনে ২০২৬ সালেও তাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।