দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হবে: জামায়াত আমির
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৯:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে এক বিশাল জনসভায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে আর দুর্নীতি করতে না পারে। আর যারা ইতিমধ্যে দুর্নীতি করেছেন, তাদের গলার ভেতর হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে।”
জামায়াত আমির দাবি করেন, দেশে চুরি ও লুটতরাজ বন্ধ করতে পারলে মাত্র ৫ বছরেই বাংলাদেশের চেহারা পাল্টে দেওয়া সম্ভব। বিগত দিনে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ভোটারদের উদ্দেশে প্রশ্ন করেন, তারা দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চান কি না। ফ্যাসিবাদ রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় ডা. শফিকুর রহমান ঝিনাইদহ জেলার চারটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দুপুরের পর থেকেই নেতা-কর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
