ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নিন: তারেক রহমান
তরুণ কণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
একটি বিশেষ গোষ্ঠী আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ায় (নোয়াখালী-৬) বিএনপি প্রার্থী মাহাবুবের রহমান শামীমের নির্বাচনী জনসভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি ভোটারদের সজাগ থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, "ভোট দিয়ে চলে এলে চলবে না। ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার দেওয়া ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনা যায়।"
নির্বাচনী পরিবেশ নিয়ে তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এটি করেছিল তারা দেশ ছেড়ে পালালেও অন্য একটি গোষ্ঠী এখন ষড়যন্ত্রে লিপ্ত। ভোটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ১২ তারিখ ভোরে ফজরের নামাজ পড়েই সবাই যেন ভোটকেন্দ্রের সামনে লাইন দেন এবং সংখ্যালঘু ভাই-বোনদের সঙ্গে নিয়ে কেন্দ্রে যান।
হাতিয়ার স্থানীয় সমস্যা সমাধানেও আশ্বস্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা। নদীভাঙন রোধে ব্লক বাঁধ ও বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের খাস জমি বণ্টন এবং স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করার দাবিগুলো তিনি ডায়েরিতে নোট করে নেন। বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ এবং তরুণদের কর্মসংস্থানে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ার বিশেষ পরিকল্পনা তুলে ধরেন তিনি। হাতিয়াবাসীর উদ্দেশে তিনি বলেন, এসব উন্নয়ন নিশ্চিত করতে ১২ তারিখ ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
