মাইক্লো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন গায়ক হাবিব
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
সাধারণত দেশের বড় ব্র্যান্ডগুলোর শুভেচ্ছাদূত হিসেবে নাটক বা চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের আধিপত্য দেখা গেলেও, সেই ধারায় পরিবর্তন আনছেন জনপ্রিয় সংগীতশিল্পীরা। দীর্ঘদিন ধরে গায়ক তাহসান খান একাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সফলতার সঙ্গে কাজ করছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন দুই দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তিনি দেশের উদীয়মান লাইফস্টাইল পোশাকের ব্র্যান্ড 'মাইক্লো বাংলাদেশ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নতুন চুক্তির ঘোষণা দেওয়া হয়। এ সময় হাবিব ওয়াহিদ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, "মাইক্লো বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তারা দেশীয় বাজারে অত্যন্ত মানসম্মত ও রুচিশীল পোশাক সরবরাহ করছে। গুণগত মান বজায় রাখার বিষয়ে তাদের প্রতিশ্রুতি আমাকে মুগ্ধ করেছে এবং ভবিষ্যতেও তারা এই মান ধরে রাখবে বলে আমার বিশ্বাস।"
অনুষ্ঠানে মাইক্লো বাংলাদেশের পরিচালকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, হাবিব ওয়াহিদের মতো একজন আইকনিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত হতে পেরে ব্র্যান্ডটির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় হাবিব ওয়াহিদ তাঁর বর্তমান ব্যস্ততা এবং মাইক্লোর সঙ্গে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
