সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন: ফখরুল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুলমাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেন। 

 

ফখরুল বলেন, নৌকার কাণ্ডারি শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে ভারতে গিয়ে দিল্লিতে বসে আছেন। তিনি আমাদের সবাইকে বিপদে ফেলে গেছেন। তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।

 

মির্জা ফখরুল এবারের নির্বাচনের ভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আগে লড়াই হতো ধানের শীষ ও নৌকার মধ্যে, কিন্তু এবার নৌকা নেই। এর পরিবর্তে এমন একটি শক্তি বা মার্কা এসেছে, যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এখন তারাই সরকার গঠন করতে চায়। তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন যে, বিএনপি নির্বাচিত হলে ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

 

হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আশ্বস্ত করে বিএনপি মহাসচিব বলেন, এদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা আছে তারা সবাই বাংলাদেশি নাগরিক। সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না, আমার ভাইয়েরা (বিএনপি নেতাকর্মীরা) আপনাদের পাহারা দেবে।

 

তিনি আরও যোগ করেন যে, বিএনপি ব্যবসা করার জন্য নয় বরং মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। সভায় তিনি স্থানীয় জনগণকে কোনো ভয়ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানান। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।