সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

সম্পর্ক প্রকাশ্যে আনলেন দিশা পাটানি ও গায়ক তালবিন্দর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী তালবিন্দর সিংয়ের প্রেম নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলা সব জল্পনার অবসান ঘটল। গত রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত বহুল আলোচিত আন্তর্জাতিক সংগীত উৎসব 'ললাপালুজা ইন্ডিয়া' ২০২৬-এ দুজনকে একসঙ্গে দেখা গেছে। ভিড়ের মাঝে নির্ভার ভঙ্গিতে হাত ধরাধরি করে হাঁটা এবং ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিয়ে তাঁরা বুঝিয়ে দিলেন—তাঁদের সম্পর্ক এখন আর গোপন নয়। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তটিকে এই জুটির ‘অফিসিয়াল ডেবিউ’ হিসেবে অভিহিত করছেন।

 

এর আগে চলতি মাসের শুরুতে উদয়পুরে নূপুর সাননের বিয়েতে তাঁদের একসঙ্গে দেখা গেলেও তখন তাঁরা মিডিয়ার নজর এড়িয়ে চলছিলেন। তবে ললাপালুজায় তাঁদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান শেষে দুজনকে একই গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়, যা তাঁদের প্রেমের খবরকে আরও পোক্ত করে। পাঞ্জাবি হিপ-হপ ও সিন্থ-পপের জন্য পরিচিত তালবিন্দর সিং সাধারণত তাঁর শিল্পীসত্তার অংশ হিসেবে মুখে ফেস পেইন্ট ব্যবহার করেন, যা তাঁর স্বতন্ত্র পরিচয় হয়ে উঠেছে।

 

দিশা পাটানির দীর্ঘদিনের সঙ্গী টাইগার শ্রফের সাথে বিচ্ছেদের পর তালবিন্দরের সাথে তাঁর এই নতুন সমীকরণ বলিপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তালবিন্দর সিং সিধু, যিনি ১৯৯৭ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন এবং পরে আমেরিকায় বড় হয়েছেন, বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় তরুণ গায়ক ও মিউজিক প্রযোজক। প্রিয় অভিনেত্রীর নতুন এই অধ্যায়কে স্বাগত জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী।