বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
বিশ্বের ১৮৩টি দেশের ন্যায় বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬। ‘অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোল কাস্টম হাউস অডিটোরিয়ামে এক বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের কর কমিশনার মো. মাসুদ রানা, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. আব্দুল হাকিম এবং বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির ভিত মজবুত করতে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। একইসাথে তিনি দেশের সকল নাগরিককে সচেতনভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে দেশ গড়ায় অংশ নেওয়ার অনুরোধ জানান।
সেমিনারে কাস্টমস ও বন্দরের পদস্থ কর্মকর্তাবৃন্দ ছাড়াও পুলিশ, বিজিবি, আমদানি-রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা বেনাপোল বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং বৈধ বাণিজ্যে আরও গতিশীলতা আনার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের সূচনা করা হয়।
