পদ্মশ্রী সম্মান পেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর মাধবন
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০১:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
ভারতীয় চলচ্চিত্রের দুই ভিন্ন ধারার প্রভাবশালী দুই অভিনেতা—বাংলার ‘বুম্বাদাস’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্যান-ইন্ডিয়া তারকা আর মাধবনকে মর্যাদাপূর্ণ ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের জন্য পদ্ম সম্মানপ্রাপকদের তালিকা প্রকাশ করে। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ঘোষিত এই তালিকায় প্রসেনজিৎ ও মাধবনের নাম অন্তর্ভুক্ত হওয়াকে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা প্রাপ্তির পাশাপাশি এবারের তালিকায় রয়েছেন আরও বেশ কয়েকজন কিংবদন্তি। হিন্দি সিনেমার প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’। এছাড়া চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং সংগীতে অসামান্য সাফল্যের জন্য অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে। এ বছর মোট ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম সম্মান দেওয়া হয়েছে, যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। অন্যদিকে আর মাধবন তাঁর অভিনয় এবং ‘রকেট্রি’-র মতো সিনেমা পরিচালনার মাধ্যমে সৃজনশীলতার নতুন স্বাক্ষর রেখেছেন। তাঁদের এই রাষ্ট্রীয় স্বীকৃতিতে দুই বাংলার ভক্ত ও অনুরাগী মহলে আনন্দের জোয়ার বইছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আঞ্চলিক ও মূলধারার সিনেমার এক সেতুবন্ধন রচিত হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
