সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬   মাঘ ১৩ ১৪৩২   ০৭ শা'বান ১৪৪৭

ইয়ামালের জাদুকরী গোল: রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত : ১১:৫৫ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার

কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ সাময়িক সময়ের জন্য শীর্ষস্থান দখল করলেও ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সিংহাসন পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রোববার রাতে ঘরের মাঠে রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে ২১ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে আবারও এক নম্বরে উঠে এলো বার্সা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

 

ম্যাচের প্রথমার্ধে অবশ্য রক্ষণাত্মক কৌশলে বার্সেলোনাকে বেশ ভুগিয়েছে পয়েন্ট তালিকার তলানিতে থাকা ওভিয়েদো। মাঝমাঠের মূল ভরসা পেদ্রি গনসালেস চোটের কারণে দলে না থাকায় প্রথমার্ধে বার্সার আক্রমণে কিছুটা ছন্দহীনতা লক্ষ্য করা গেছে। তবে বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে কাতালানরা। ৫২ মিনিটে দানি ওলমো ডেডলক ভেঙে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এর মাত্র পাঁচ মিনিট পর ওভিয়েদো ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

 

ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি আসে ৭৩ মিনিটে। দানি ওলমোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে অবিশ্বাস্য এক সিজর-কিকে বল জালে জড়ান ১৬ বছর বয়সী বিস্ময় বালক লামিনে ইয়ামাল। তাঁর এই চোখ ধাঁধানো গোলটি পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসায় এবং বার্সার ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ৪৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষ দুই দলের থেকে বেশ পিছিয়ে রয়েছে।