আল-জাজিরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল ইসরায়েল
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩৮ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
নিজেদের দেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সব ধরনের কার্যক্রম ও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও তিন মাস বা ৯০ দিনের জন্য বাড়িয়েছে ইসরায়েল। গত রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারাহি এই নতুন আদেশে সই করেন। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরে আল-জাজিরার কার্যালয় পরিচালনা, ইন্টারনেট নেটওয়ার্ক পরিষেবা এবং এমনকি ইউটিউবে তাদের কন্টেন্ট প্রচারের ওপরও কড়াকড়ি বহাল থাকবে।
২০২৪ সালের মে মাসে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা প্রথম আল-জাজিরা বন্ধের পক্ষে ভোট দেয়। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া তথাকথিত ‘আল-জাজিরা আইন’-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়, যেখানে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে যেকোনো বিদেশি গণমাধ্যম বন্ধের অনুমতি দেওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে এই আইনের মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়িয়ে নেয় ইসরায়েল। জেরুজালেম ও রামাল্লায় আল-জাজিরার ব্যুরো প্রধান ওয়ালিফ আল-ওমারি জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী আল-জাজিরাকে সরাসরি ‘নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে।
দীর্ঘদিন ধরেই আল-জাজিরাকে লক্ষ্যবস্তু করে আসছে ইসরায়েল। ২০২১ সালে গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাদের কার্যালয় ভবন ধ্বংস করা এবং ২০২২ সালে প্রবীণ সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার মতো ঘটনা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। চলমান গাজা যুদ্ধেও আল-জাজিরার একাধিক সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে ইসরায়েলের এই নিষেধাজ্ঞাকে সত্য গোপনের অপচেষ্টা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।
