সিলেটের ৬২ এলাকায় আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
তরুণ কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত : ১০:০৯ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
সিলেট নগরীর সঞ্চালন লাইন উন্নয়ন ও ট্রান্সফরমার মেরামতের জরুরি কাজের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। মূলত ৩৩ কেভি ও ১১ কেভি ফিডারের আওতাধীন গুরুত্বপূর্ণ এলাকায় সংস্কার কাজের জন্যই এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বরইকান্দি পলিটেকনিক ইনস্টিটিউট, কদমতলী, রেলওয়ে স্টেশন, বাবনা পয়েন্ট, বঙ্গবীর রোড, কামালবাজার, মাসুক বাজার, ঝালপাড়া, চাঁদনীঘাট, খোজারখলা ও দক্ষিণ সুরমার আশপাশের অন্তত ৬২টি জনবহুল এলাকা। এই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে এসব এলাকার গ্রাহকদের দৈনন্দিন কাজে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। মেরামত কাজ যদি নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে যায়, তবে সাথে সাথেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
